বিবরণ
স্বনামধন্য সাহিত্যিক বুদ্ধদেব বসুর পরিচয় দেওয়া বাহুল্যমাত্র। বাংলা সাহিত্যকে তিনি অনবরত সমৃদ্ধ করেছিলেন তাঁর বহুধারায় প্রবাহিত সৃষ্টিকর্ম দিয়ে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি ফুল ফোটাননি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, রম্যরচনা, ভ্রমণ-আলেখ্য, শিশুসাহিত্য, অনুবাদ এবং নাটক সমান স্বাচ্ছন্দ্যে রচনা করেছেন জীবনব্যাপী। বাংলা সাহিত্যে 'আধুনিকতা' নামক ধারণার সোচ্চার প্রতিষ্ঠাও তিনিই করেন। সমসাময়িক কবি-সাহিত্যিক-শিল্পীর এক সারস্বত সমাজ তৈরি করে আধুনিক বাংলা কবিতার প্রচার ও প্রসারের লক্ষ্যে শুরু করেন শুধু কবিতার জন্যে পত্রিকা 'কবিতা', যার মুক্তমনস্ক, নিরপেক্ষ, আধুনিক দৃষ্টিভঙ্গি প্রজন্মের পর প্রজন্মের কবিদের আকৃষ্ট করেছে। সম্পাদক হিসারে বুদ্ধদেব বসু অমর হয়ে থাকবেন রবীন্দ্র-পরবর্তী পর্বের 'আধুনিক' কবিদের প্রতিষ্ঠায় তাঁর অবদানের জন্যে। কবিদের কষ্টিপাথর বলে মান্য করা হতো তাঁকে। এছাড়াও, শিক্ষাক্ষেত্রে সাহিত্যপাঠের নতুন ধারা এদেশে প্রবর্তিত করতে প্রতিষ্ঠা করেন 'তুলনামূলক সাহিত্য' বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত হওয়া যে সাহিত্যের ছাত্রদের জন্যে আবশ্যিক আজ এ বার্তা সর্বমান্য।