বিবরণ
বাউল কথা ঢের শুনি আমরা। শুনি বাউল তত্ত্বও। তাতে বাউলের দর্শন, সে দর্শনের তত্ত্ব, অনুশীলন, অনেক অনেক জানা যায়। তাতেও অবশ্য জানা সম্পূর্ণ হয় না, কারণ কোনও জ্ঞানই পূর্ণ নয়।
যা কম শোনা যায়, জানা যায়, তুলনামূলকভাবে, বাউলানিদের কথা। নারী বাউলের কথা। তত্ত্ব আর জীবনবোধ নিয়ে তাঁদের উদ্ভাস, তাঁদের হুতাশ, এ জীবনচর্যায় তাঁদের আত্মতার বয়ান।
এ অনুশীলনের মধ্যে তাঁরা কি বিষয় না বিষয়ী? এরকম একমাত্রিকতা নেই, হয়ও না, এ কথা জেনেও এ নিয়ে চর্চার অবকাশ যে বিস্তর সে নিয়ে সন্দেহের অবকাশ নেই।
ইন্দুভূষণ মণ্ডল সম্পাদিত এই বইটি, সে চর্চার আকাশকে উন্মুক্ত করে দেবে, সন্দেহের অবকাশ নেই সে নিয়েও।