বিবরণ
হৃদয়াসন আলো করে আছেন তাঁরা। এই বাংলা ভাষার বোধ ও ব্যাপ্তি, যাঁদের থেকে পাওয়া। যাঁরা কেবল দিয়ে গেছেন তাঁদের মননের আলো, পরবর্তী প্রজন্মের হাতে। কিছু মুক্তগদ্য কিছু পড়ুয়াগোত্রীয় নিবন্ধ। পূর্বজদের পড়ার অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া কিছু লেখা। স্রেফ ভালো লাগা দিয়ে এক সেতু তৈরি হয়ে যায় হয়তো-বা পঁচিশ-ত্রিশ বছর, হয়তো-বা বহু দশক আগেকারও, কোনো কবির মানসের। যে-কবির লাইনগুলো ভাব ভাষা ছন্দ অনুভূতি সব সমেতই কোনো এক অন্য বিশ্বের ভেতরে চিরন্তন হয়ে ঝুলে আছে। ঝুলে আছে, হাত বাড়িয়ে পেড়ে নেওয়ার অপেক্ষা শুধু।