বিবরণ
আদিম-এই শব্দের কাছে অপেক্ষায় বসে থাকে সোমা প্রধানের কবিতা। শব্দের গায়ে কান পাতলে শোনা যায় বুনো দুপুর অথবা নির্জন রাতের মহাকাল। তিনি বিশ্বাস করেন, মানুষের মনের ভিতরেও জঙ্গল থাকে। সেই বেহায়া জঙ্গলে অবুঝ অভিসারে বেরোয় তাঁর কবিতা। নিপুণ দক্ষতায় তিনি খুঁজে চলেন তাঁর অবচেতনের ঈশ্বরকে। পূর্বরাগ আর বিরহে তিরতির করে কাঁপে শরীর। দৃশ্যের পর দৃশ্য জন্ম নেয় মিলনের চরাচরে। কে যেন ডাক পাঠায়, মনে জ্বলে ওঠে-জংলি ফুলের আলো।