বিবরণ
এই উড়ানে বাতাস সম্বল। ওড়া, আবার ফিরে আসার ডাক আসে। কত নাম ভেসে আসে। সবাইকে ঘুম থেকে তুলে দিতে চেয়েও, শব্দের চোখে জড়িয়ে থাকে মায়া। নতুন শব্দের কারুকাজ যা এখনও এক অনাবিষ্কৃত বিস্তীর্ণ প্রান্তর, যার বহু মাইল এখনও হাঁটা বাকি, সেইখানে হেঁটে যান কবি। ক্রমাগত জায়গা বদল করেন। দেখে নিতে চান, এই যে অনেককিছু নেই- এর মধ্যেও ছায়াগুলো আছে। সেই নেই, তাকেই তবু আছে মনে হয় যখন… কথাগুলো, ভাবনাগুলো তখনই হয়ে ওঠে দূরের অদূর।