বিবরণ
দশভুজাকে দেখা হয় শক্তির প্রতীক হিসেবে। দারুণ উদ্যম নিয়ে তিনি দমন করেন অত্যাচারী মহিষাসুরকে। এ কাহিনি আমাদের সকলেরই জানা। আর সেইরকমই আমাদের সমাজে অনেক দশভুজা আছেন যাঁরা সংসারের দায়িত্ব সামলান নিপুণভাবে আর অনেকক্ষেত্রেই রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে। তেমনই আমাদের চারপাশের মধ্য থেকে উঠে আসা এক দশভুজার গল্প নিয়েই তৈরি হয়েছে এই উপন্যাস।