বিবরণ
শকুন ও শেয়াল শুধুই দু-টি শব্দ নয়, মূল্যায়নও বটে। এইভাবে প্রাণীজগতের কোনো সদস্যকেই আমরা তাদের স্বরূপে দেখতে পাই নে, দেখা সম্ভবও নয়। এই বাস্তবতারই অন্য দিক, মনুষ্য সমাজেই রয়েছে গাধা ও ঘুঘু। কৌশিক জোয়ারদারের কবিতা ও হিরণ মিত্রের স্কেচ সংবলিত এই আজব পুস্তকে আবছা হয়ে গেছে মানুষ ও পশুরাজ্যের সীমানা।