বিবরণ
দিপু আর তোড়া দু’টি প্রতিদ্বন্দ্বী কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। দিপু যেমন টেনশনগ্রস্ত আর নড়বড়ে আত্মবিশ্বাসের ছেলে, তোড়া তেমনই ডাকাবুকো। সংঘাত আর প্রতিযোগিতার আবহেই তৈরি হয় নতুন এক সম্ভাবনা। লাজুক দিপু আর সাহসী তোড়া নিজেরমতো করে পাঠ নেয় জীবনের। কোথাও জেগে থাকে এক হাওয়া-বেলুন। বুদ্বুদ। ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্য। পুরনো সব মনখারাপ ভুলে নতুন করে বেঁচে থাকার গল্প শোনায় ‘বুদ্বুদ’।