বিবরণ
ভারতীয় শিল্পের তিনটি মূল শাখা স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলাকে অসিতকুমার হালদার উপলব্ধি এবং অনুভব করেছেন শিল্পী এবং আচার্যের দৃষ্টিভঙ্গি থেকে। সেই উপলব্ধির বর্ণনা রয়েছে এই গ্রন্থে যা ঋদ্ধ করে সাধারণ পাঠক এবং শিল্পরস পিপাসু প্রতিটি মানুষকে। প্রাগৈতিহাসিক যুগের ভাস্কর্য এবং চিত্রকলা বা সিন্ধু-সভ্যতার সমকালীন ভাস্কর্য থেকে আরম্ভ করে শ্রীহালদার আলোকপাত করেছেন তাঁর সমসাময়িক শিল্পকলার উপর যাতে ভারতীয় শিল্প সহজ এবং বোধগম্য হয়ে ধরা দেয় পাঠকের কাছে।