Menu
team

সুশীলকুমার বর্মণ

সুশীলকুমার বর্মণ একজন লেখক যিনি রাঢ় বাংলার বিভিন্ন স্থানে অব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে গবেষণা করেছেন। তিনি 'অব্রাহ্মণ পুরোহিত' নামের একটি বই লিখেছেন, যেখানে তিনি এই ধরনের পুরোহিতদের কাজের ধরন, ঐতিহ্য এবং বিভিন্ন জনজাতির পুরোহিতদের নিয়ে আলোচনা করেছেন।

সুশীলকুমার বর্মণ-এর বইগুলি