Menu
team

সৌমিক চৌধুরী

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের শিক্ষক চিকিৎসক সৌমিক চৌধুরী চিকিৎসা ও বিজ্ঞান গবেষণার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। সবুজে ঘেরা এক আই আই টি ক্যাম্পাসে তাঁর বেড়ে ওঠা, শৈশবেই শুরু লেখালেখির চর্চা। গবেষণার জন্য পেয়েছেন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফরেন্সিক মেডিসিন প্রদত্ত দুর্লভ মর্যাদাসম্পন্ন স্কটিশ অ্যাওয়ার্ড। পরে পেয়েছেন বেস্ট ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড-ও। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ইস্ট মিসৌরি ইউনিভার্সিটির ফরেন্সিক ন্যানো বায়োটেকনলজির রিসার্চ কোলাবেরটর সৌমিক চৌধুরী ব্রিটিশ মেডিক্যাল জার্নাল, আরব জার্নাল অফ ফরেন্সিক সায়েন্সেস, এবং জার্নাল অফ ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফরেন্সিক সায়েন্সেস-এর রিভিউয়ারও বটে। একইসঙ্গে তিনি জার্নাল অফ ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফরেন্সিক সায়েন্সেস-এর জাতীয় উপদেষ্টা বোর্ডের সদস্য। বিজ্ঞান ও সাহিত্যের সংশ্লেষ ঘটানো সৌমিক চৌধুরীর অন্যতম আসক্তি। তাঁর লেখা ইংরেজি উপন্যাস দ্য সাইলেন্ট এক্সিকিউশন ২০২২ সালের সাহিত্যকোষ সম্মানে ভূষিত হয়েছে। এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে অতি সম্প্রতি, নাম: নীরব মৃত্যুদণ্ড। এ ছাড়াও সাহিত্যকৃতির জন্য পেয়েছেন টেগোর কমেমোরেটিভ মেডেল। তিনি মূলত ইংরেজি ভাষাতেই লেখালেখি করেন। তাঁর লেখা অনূদিত হয়েছে ফরাসি ও স্প্যানিশ ভাষায়।

সৌমিক চৌধুরী-এর বইগুলি