সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান, সত্যজিৎ রায়-এর জন্ম উত্তর কলকাতার গড়পারে ২ মে ১৯২১ সালে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক পাশ করে শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন চারুকলা বিভাগে। কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখেই ফিরে আসেন। পেশাজীবনের শুরু বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমার-এ। পরবর্তীকালে সত্যজিৎ 'সিগনেট প্রেস'-এর সাথে জড়িয়ে পড়ে করেছিলেন বহু কালজয়ী বইয়ের প্রচ্ছদ। চলচিত্র পরিচালক হিসবেও তিনি বিশ্ববরেণ্য। পথের পাঁচালী দিয়ে যাত্রা শুরু করে শেষজীবনে পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচীভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে অস্কারও। সাহিত্যেও বিশেষত শিশু-কিশোর সাহিত্যে সত্যজিত-এর ফেলুদা, প্রফেসর শঙ্কু এবং তাড়িনী খুড়ো আজও বিপুল জনপ্রিয়। এছাড়াও লিখেছেন আরও বেশকিছু বিচিত্র ধারার ছোটগল্প, প্রবন্ধ এবং লিমেরিকও। করেছেন বেশকিছু অনুবাদ। সারাজীবনের নানান কীর্তির জন্য সত্যজিৎ অস্কার ছাড়াও পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, একাডেমি সম্মানসূচক পুরস্কার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস এর তরফে, ভারতরত্ন এবং আকিরা কুরোসাওয়া পুরস্কারও পেয়েছেন তিনি।