Menu
team

সপ্তদ্বীপা অধিকারী

গল্পকার হিসেবে পরিচিত নাম। লেখালেখির শুরু একদম ছোটোবেলা থেকে। অনেক- গুলো গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, উপন্যাস প্রকাশিত। বহু সম্মাননা পেয়েছেন। একাধিক গল্প ইংরাজিতে অনূদিত হয়েছে। কোনো কোনো ছোটোগল্পকে নাট্যকারগণ মঞ্চসফল নাটক করে তুলেছেন। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সাহেব এবং তাঁর ছোটোগল্প নিয়ে গবেষণা করেছেন। বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন। ‘কথাকাব্য’ এবং ‘রাজকন্যা’ নামক দুটো পত্রিকা সম্পাদনা করেন।

সপ্তদ্বীপা অধিকারী-এর বইগুলি