Menu
team

রবি সেন

রবি সেনের জন্ম ১৯৩৮ সালের ১১ই আগস্ট, অধুনা বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। কৈশোরেই মার্ক্সীয় লেখালেখি ও ভাবনাচিন্তার সংস্পর্শে আসেন। পাঁচের দশকে বাংলা-বিহার সংযুক্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যান। জেল থেকে বেরিয়ে সমভাবাপন্ন বন্ধুদের সঙ্গে জোট বেঁধে জেলার সদরে ভাষা ও সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নেন। সম্মেলনের অব্যবহিত পরে জেলা সাংস্কৃতিক পরিষদ গড়ে তোলেন। সেখানে মনীশ ঘটকের সভাপতিত্বে ঘরোয়াভাবে ছোটগল্প পাঠ হতো। ‘উত্তরকাল’ নামে এক সাহিত্যপত্রিকাও প্রকাশ করেন। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে হঠাৎই পড়াশোনা মুলতুবি রেখে ১৮-১৯ বছর বয়সে সুন্দরবনের এক অন্তরীপে, এক কৃষি খামারে যোগদান করেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর প্রথম উপন্যাস লেখার সূত্রপাত। ছয়ের দশক জুড়ে ‘দেশ’, ‘গণবার্তা’ ও অন্যান্য সমসাময়িক পত্রিকায় তাঁর বেশ কিছু ছোটো গল্প প্রকাশ পায়। সেইসময় তিনি প্রধানত গণ-আন্দোলনের কর্মী ছিলেন। সাতের দশকে নকশালরন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ার পর স্বাধীন ভারতে ফের জেলে যান। কলকাতায় থিতু হওয়ার পর একটি স্বাধীন লেখক সমবায় গড়ার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। রাইটার্স বিল্ডিংয়ে কর্মচারী থাকাকালীন সাতের দশকের শেষদিকে, কর্মচারীদের সুযোগসুবিধের দিকে নজর রাখবার জন্য কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত হন। নয়ের দশকের মাঝামাঝি, চাকরি থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

রবি সেন-এর বইগুলি