নরেন্দ্রনাথ মিত্রের জন্ম ১৯১৬ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের ফরিদপুরের সদরদিতে। ভঙ্গা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আই-এ পাশ করেন। বি-এ পাশ করেন কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে। লেখালেখির সূচনা বাল্যকালে। প্রথম মুদ্রিত কবিতা 'মূক' এবং প্রথম মুদ্রিত গল্প 'মৃত্যু ও জীবন, দুটোই 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়। বিষ্ণুপদ ভট্টাচার্য ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে প্রথম কাব্যগ্রন্থ 'জোনাকি' প্রকাশ করেন। "নিরিবিলি" নামে আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম গল্প সংগ্রহ 'অসমতল'। প্রথম উপন্যাস 'হরিবংশ', যা 'দীপপুঞ্জ' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। নরেন্দ্রনাথের মোট গল্পগ্রন্থ একান্নটি আর উপন্যাসের সংখ্যা আটত্রিশটি। পেয়েছেন আনন্দ পুরস্কার। তিনি ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান।