শিক্ষাবিদ, সমালোচক, সাহিত্যিক, রবীন্দ্র সাহিত্য এবং ভাষা বিশেষজ্ঞ ক্ষুদিরাম দাসের জন্ম ১৯১৬ সালের ৯ অক্টোবর বাঁকুড়ায়। তিনি বাঁকুড়ার মিডল ইংলিশ স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং 1933 সালে ম্যাট্রিক পরীক্ষায় বাংলা ও সংস্কৃত বিষয় এবং 1935 সালে বাঁকুড়া জিলা স্কুল থেকে আইএ পরীক্ষায় লেটার নম্বর সহ পাস করেন , উভয় পরীক্ষায় 1ম বিভাগ অর্জন করেন। তিনি বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে 1937 সালে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করে সংস্কৃতে অনার্সসহ স্নাতক হন। তারপর উচ্চ শিক্ষার জন্য তিনি কলকাতায় এসে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন। এমএ বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক এবং 5টি এনডাউমেন্ট স্বর্ণপদক এবং স্যার আশুতোষ মুখার্জি রৌপ্য পদক পেয়েছিলেন। সংস্কৃতে তার শ্রেষ্ঠত্বের জন্য তিনি কাব্য তীর্থ এবং কাব্য রত্নেও ভূষিত হন। তিনি 1941 সালে বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি একটি স্কুল পরিদর্শক হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং কয়েক মাস এই পদে অব্যাহত রাখেন। এরপর তিনি কলকাতা মহিলা কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি কলেজ সহ আরও বহু কলেজে অধ্যাপনার কাজ করেছেন। শেষপর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারি সিনিয়র এডুকেশন সার্ভিসের পদে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অগাধ পাণ্ডিত্যে প্রকাশ ঘটে তাঁর লেখা সাহিত্য সহ বিবিধ বিষয়ের একাধিক বইতে। তিনি প্রথম ডক্টর অফ লিটারেচারে ভূষিত হয়েছিল কলিকাতা শ্ববিদ্যালয়ের দ্বারা।