Menu
team

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যাযয়ের জন্ম ১৮৯৮ সালের ২৩ জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে। ১৯১৬ সালে লাভপুরের যাদবলাল এইচ. ই. স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতায় আসেন এবং প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে ও পরে সাউথ সাবআর্বান কলেজে ভর্তি হন। কিন্তু ভগ্ন স্বাস্থ্য ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি লেখাপড়া সম্পূর্ণ করতে পারেননি। তিনি ছিলেন বিধান পরিষদের মনোনীত সদস্য। সক্রিয় রাজনীতিতে জড়িয়ে গেছিলেন জেলেও। পরবর্তীকালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর উপন্যাস এবং ছোটগল্প বাংলা সাহিত্যের অমূল্যরত্ন। তাঁর প্রথম উপন্যাস চৈতালী ঘূর্ণি। এছাড়া ধাত্রী দেবতা, কালিন্দী, গণ দেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, সন্দীপন পাঠশালা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কীর্তিগুলির মধ্যে অন্যতম। লিখেছেন অসংখ্য ছোটগল্পও। রাঢ় বাংলার বিচিত্র প্রেক্ষাপটে ক্ষয়ষ্ণু জমিদারি প্রথার এক অসামান্য শাব্দিক ছবি ফুটিয়ে তুলেছেন তারাশঙ্কর তাঁর উপন্যাস-গল্পের পাতায় পাতায়। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী সহ বহু সন্মান। নেতৃত্ব দিয়েছেন বহু সাহিত্য সন্মেলনেরও। কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি.লিট. প্রদান করে। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু ঘটে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর বইগুলি