"স্বপন পাণ্ডা এই সময়ের আখ্যানকার। তাঁকে দশক দিয়ে চিহ্নিত করা যাবে না, যেমনভাবে দশক দিয়ে লেখকের গোত্র নির্ধারণ করা হয়, তেমনভাবে। পাবলিশ অর পেরিশ-এর চক্রে প্রবেশ করেননি বলে, স্বভাবতই তিনি আলোচ্য লেখক নন, কফি কিংবা কোনো হাউজের। এ পর্যন্ত প্রকাশিত বই: ১.শীতসন্ধ্যার কথকতা (গল্প সংকলন, ২০০৫) প্রকাশক: কঙ্ক। ২. নব পর্যায় গ্রামবার্তা প্রকাশিকা (উপন্যাস, ২০১৬) প্রকাশক: তালপাতা। ৩. কয়েকটি গল্প (২০১৭) প্রকাশক: স্পার্ক ৪. অসীম রায় (২০২৩, ভারতীয় কথাকার সিরিজ) প্রকাশক: সাহিত্য অ্যাকাডেমি"