Menu
team

সুরবেক বিশ্বাস

জন্ম ১৯৭৫ সালে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ে, ১৯৯৬ সালে আনন্দবাজার সংস্থার বিভিন্ন পত্র-পত্রিকায় ফ্রি-ল্যান্স সাংবাদিকতা শুরু সুরবেক বিশ্বাসের। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। ১৯৯৯ সালে শিক্ষানবীশ সাংবাদিক হিসেবে আনন্দবাজার পত্রিকায় চাকরি জীবন শুরু। সেখান থেকে হিন্দুস্তান টাইম্‌স, তার পর আবার আনন্দবাজার পত্রিকা, এবেলা হয়ে ২০১৮ সালের জুলাইয়ে এই সময় সংবাদপত্রে যোগ দেন। সেখানেই এখন কর্মরত। পেশায় পরিচিতি মূলত তদন্তমূলক সাংবাদিকতার জন্য। মার্কিন বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ২০১৫ সালের মার্চে দুর্লভ সুযোগ পান বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের ঘাঁটিতে যাওয়ার এবং পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন নৌবাহিনীর সুপার এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসনে ৩৬ ঘণ্টা থাকার। আমেরিকা ও তার সহযোগীরা তখন ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধরত। পানভোজন করা ও করানোটা প্যাশন। সেই অনুভূতি থেকেই রসনা বিলাস নিয়ে লেখালিখি। লেখকের এটি দ্বিতীয় বই। প্রথম বই ‘বিশ্বকাপ ৯৪' লেখেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর।

সুরবেক বিশ্বাস-এর বইগুলি