Menu
team

সুপ্রিয় চৌধুরী

সুপ্রিয় চৌধুরীর জন্ম ১৯৫৬ সালে উত্তর কলকাতার গড়পাড়ে। বহু অকাজের কাজী তবে কলমটাও যে ধরতে পারেন সেটা নিজেরই জানা ছিল না বহুকাল। ফলে লেখালেখি শুরু করতে পেরিয়ে গেছে প্রায় সাতান্নটি বসন্ত। ২০১৩ সালে শারদীয়া দেশ পত্রিকায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস, দ্রোহজ। আক্ষরিক অর্থেই প্রথম, কারণ তার আগে কোনদিন একটি ছোট গল্পও লেখেননি। উপন্যাসটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠকমহলে সাড়া ফেলে। তারপর থেকে কলম আর থামেনি। একাধিক উপন্যাস, ছোটবড় গল্প, প্রবন্ধ, মুক্ত গদ্য, রাজনৈতিক কলাম লিখেছেন এবং লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়, যার অধিকাংশই ইতিমধ্যে বই আকারে প্রকাশিত। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যোগ নেই কিন্তু নিজেকে একজন রাজনীতি এবং সমাজ সচেতন মানুষ বলেই ভাবতে ভালোবাসেন। বিশ্বাস রাখেন, মুষ্টিমেয় কয়েকজনের গ্যারেজে পুষে রাখা মার্সিডিজ বেঞ্জ আর অধিকাংশের কপালে হরিমটর- এই কয়েক আলোকবর্ষ দুস্তর ব্যবধানটা ঘুচে যাবেই একদিন। শখ, প্যাশন বা হবি বলতে বিভিন্ন ধরণের বই পড়া, পশুপাখি পোষা, ফিল্ম, ফুটবল আর কাজে অকাজে পায়ে হেঁটে ভীষণ প্রিয় এই শহরটার রাস্তাঘাট, অলিগলিতে ঘুরে বেড়ানো। ২০১৭ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরষ্কার।

সুপ্রিয় চৌধুরী-এর বইগুলি