Menu
team

সুনীল কুমার রায়

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পি. এইচ. ডি. ও এম. ফিল. করেছেন। কবিতা, প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় নানা সময়ে প্রকাশিত হয়েছে। বর্তমানে গুরুদাস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘ঈশ্বরী তোমাকে’, ‘ঈশ্বরকে মুঠোফোনে চিঠি’, ‘ঈশ্বর ও মুঠোভাষ সংবাদ’, ‘বুদ্ধং শরণং গচ্ছামি’, ‘আজও ভালোবাসি পদ্যে’, ‘স্বদেশেও নির্বাসিত’, ‘উজ্জ্বল নক্ষত্র’, ‘শূন্য-বাস্তবতা বা জিরো- রিয়্যালিটি’, ‘হাত বাড়িয়ে শূন্যে শূন্যে’, ‘এই সময়ের চম্পূকাব্য’ এবং প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ: ‘মধ্যযুগের বাংলা সাহিত্য হাস্যরস’, ‘অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব মহাজন’, ‘ক্ষুধার্ত কবিদের কবিতা ও অন্যান্য প্রবন্ধ’, ‘মধ্যযুগের বাংলা সাহিত্যে নর- নারীর সামাজিক অধিকার ক্ষেত্র’ ইত্যাদি।

সুনীল কুমার রায়-এর বইগুলি