Menu
team

সুবোধ ঘোষ

সুবোধ ঘোষ-এর জন্ম ১৯০৯ খ্রিস্টাব্দ। হাজারিবাগে। আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। কৈশোর-যৌবন কেটেছে মুখ্যত হাজারিবাগ অঞ্চলে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র। দার্শনিক মহেশ ঘোষের লাইব্রেরিতে নিজেকে গড়ে তুলেছিলেন। বিচিত্র জীবিকা। ট্যুইশন, বাস কনডাক্টরি, ট্রাক ড্রাইভারি। সার্কাস পার্টিতে ছিলেন। বোম্বাই মিউনিসিপ্যালিটিতে কিছুদিন ঝাড়ুদারিও। একবার এমন কী পূর্ব আফ্রিকা পর্যন্ত পাড়ি দেন, মহামারীর টীকাদানকে জীবিকা করে। বহু পথ ঘুরে ত্রিশ দশকের শেষে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী। ক্রমে সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এডিটর, অন্যতম সম্পাদকীয় লেখক। প্রথম গল্প ‘অযান্ত্রিক’। বন্ধুদের অনুরোধে লেখা। এর পর ‘ফসিল’। বাংলা সাহিত্যে বিস্ফোরণ জাগিয়ে আবির্ভাব। বহু গল্প-উপন্যাস চলচ্চিত্রায়িত। আনন্দ পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক।আপাত-রাশভারী।কিন্তুঘনিষ্ঠমহলেঅন্যচেহারা।দিলখোলা, মজলিশী। লেখকের মৃত্যু হয় ১০মার্চ, ১৯৮০।

সুবোধ ঘোষ-এর বইগুলি