Menu
team

শুভেন্দু সরকার

শুভেন্দু সরকারের অঙ্কনের পাঠ কলকাতা আর্ট কলেজ থেকে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত এই শিল্পীর ছবির প্রদর্শনী হয়েছে কলকাতা ও দেশের নানা প্রান্তে। সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাঁর তুলিতে উঠে আসে শ্লেষ, ক্যারিকেচার আর্টে রচিত হয় এক ভিন্ন প্রতিবাদের ভাষা। অক্ষরের শরীরে প্রাণ সঞ্চার করে তাঁর ওয়ার্ডটুন। আর সেই অক্ষর বা শব্দভাষ্য যখন প্রতিবাদের স্বাণ্ডা হাতে তুলে নেয় তখন জন্ম নেয় ওয়ারটুন। আবার এই শিল্পী যখন জলরঙে দর্শককে ভাসিয়ে নিয়ে যান বাংলার প্রকৃতির স্মৃতিমেদুর আলপথে, তখন এই অস্থির সময়ে নাগরিক মন যেন দুদণ্ড শান্তি খুঁজে পায়। ছবি আঁকার পাশাপাশি নিরলসভাবে শুভেন্দু অনুবাদের কাজ করেন। মার্ক শাগালের ডায়েরি ও ১০০ জেন গল্পের বাংলা তরজমা করেছেন এর আগে। তাঁর অনুবাদকর্মের দর্শন প্রকৃত প্রস্তাবে এক গুহা রাজনৈতিক ও শিল্পনৈতিক সাধনা।

শুভেন্দু সরকার-এর বইগুলি