Menu
team

সিদ্ধার্থ মুখোপাধ্যায়

জন্ম ১৯৬৯। পড়াশোনা—হিন্দু স্কুল, মৌলানা আজাদ কলেজ, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ অ্যাডমিনিস্ট্রেশন। ২০০১ সাল থেকে দু'দশক পূর্ণ সময়ের সাংবাদিক হিসেবে কাজ করেছেন ইটিভি, সংবাদপত্র ‘একদিন’, এবিপি গোষ্ঠীর ট্যাবলয়েড পোর্টাল এবং নিউজ-এ। প্রকাশিত হয়েছে বাংলা ও ইংরেজিতে তাঁর লেখা বই। রাজ্যের বিভিন্ন বাংলা দৈনিক সংবাদ পত্র এবং সাময়িকপত্রে নিয়মিত লেখেন।

সিদ্ধার্থ মুখোপাধ্যায়-এর বইগুলি