Menu
team

শ্যামলী আচার্য

আমি শ্যামলী। আমার বাবা চেয়েছিলেন আমি যেন ডাক্তার হই, আর মা চেয়েছিলেন অধ্যাপক হই। কোনওটাই আমার পছন্দ হয়নি। ছেলেবেলা থেকে হাতের কাছে পাওয়া সব বইয়ের ওপরে লেখকের নাম কেটে দিয়ে নিজের নাম লিখে ভাবতাম, আমিও এমন লিখব একদিন। আসলে তোমাদের মতো দিনরাত্তির পড়ার বই আর কোচিং ক্লাস ছিল না আমার। অঢেল গল্পের বইকেই ‘পড়ার’ বই ভেবে বন্ধু করে নিয়েছি। সেভাবেই কাটিয়ে যাচ্ছি আজও। পড়তে পড়তে লিখতে আসা। গল্পই লিখি বেশি, তোমাদের জন্য উপন্যাস লিখলাম এই প্রথমবার। পড়বে তো?

শ্যামলী আচার্য-এর বইগুলি