Menu
team

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৭ চৈত্র ১৩০৫ বঙ্গাব্দ (৩০ মার্চ ১৮৯৯) উত্তরপ্রদেশের জৌনপুর শহরে, মাতুলালয়ে। কলকাতায় আদি নিবাস বরানগর কুঠিঘাট অঞ্চলে। পড়াশোনা করেছেন মুঙ্গেরে ও কলকাতার বিদ্যাসাগর কলেজে। বি-এ পাশ করে ল কলেজে ভর্তি হন। শেষ পর্যন্ত পাটনা থেকে আইন পাশ করেন। তাঁর সাহিত্যরচনার শুরু কবিতা দিয়ে। যুক্ত ছিলেন সিনেমার জগতের সঙ্গেও, ১৯৩৮ সালে চলে যান তৎকালীন বোম্বাইয়ে। চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন বোম্বে টকিজে। সাহিত্যে তাঁর সৃষ্ট ব্যোমকেশ, বরদা,সদাশিব আজও জনপ্রিয়। গোয়েন্দা গল্প, ঐতিহাসিক উপন্যাস, ছোটগল্প সব ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কারও। ১৯৭০সালের ২২ সেপ্টেম্বর শরদিন্দু মারা যান।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর বইগুলি