লেখক ডঃ শঙ্কর ঘোষ ‘সোসাইটি ফর থিওরেটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড ফ্লুইড মেকানিক্স’, কলকাতার গবেষক ছিলেন। ভারত, ইউরোপ ও আমেরিকার নানা প্রথম শ্রেণির বৈজ্ঞানিক জার্নালে তাঁর গবেষণা পত্র নিয়মিত প্রকাশিত হয়েছে। কলকাতার ‘ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট’-এর সঙ্গে দীর্ঘকাল গবেষণার কাজে যুক্ত ছিলেন। তাছাড়া নরওয়ের ট্রন্ডহাইম বিশ্ববিদ্যালয় ও গ্রিসের আরিস্টটল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গবেষণা সূত্রে যুক্ত ছিলেন। তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র ম্যাথেম্যাটিক্স, ফিজিক্স ও স্ট্যাটিসটিকস।