"সঞ্চারী সেন পেশায় এদেশীয় এক বৃহৎ অর্থনৈতিক সংস্থার কর্মী, কিন্তু বাংলার অনুবাদ জগতে, বিশেষ করে উর্দু থেকে সরাসরি বাংলায় তরজমার ক্ষেত্রে এক বিশিষ্ট নাম। মির্জা গালিব, সাদাত হাসান মান্টো এবং ইসমত চুগতাই-এর রচনা নিয়ে তাঁর গ্রন্থগুলি ইতোমধ্যেই পাঠকের প্রশংসা অর্জন করেছে। শুধু সাহিত্য নয়, এই উপমহাদেশের বহুবর্ণিল সংস্কৃতিও তাঁর আগ্রহ ও চর্চার বিষয়। ব্যক্তিগত বিশ্বাসে সামাজিক সাম্যের অনুসারী। স্বপ্ন, এই মহামানবের সাগরতীরে সর্বার্থে মুক্ত মানুষের স্বচ্ছন্দ, সপ্রেম বিচরণের।"