জন্ম ১৯৭৩। জীবনের প্রথম ছ’টা বছর কেটেছে মায়ের দেশ টাকি ও বাবার আস্তানা বনগ্রামে। ফলে বিভূতিভূষণের ইচ্ছামতী তার লোনা আর মিষ্টি জলের ছোঁয়া নিয়ে জন্মলগ্ন থেকেই মনের সাথে জুড়ে গেছে। কলকাতায় স্কুলের গন্ডি পেরিয়ে পরের দীর্ঘ চোদ্দো বছর কেটেছে নীলরতন সরকার হাসপাতাল, ওড়িষ্যার বুরলা মেডিক্যাল কলেজ ও হায়দ্রাবাদে। পেশাদারী শিক্ষালাভের পরে চিরস্থায়ীভাবে সল্টলেকের বাসিন্দা। লেখালেখির শুরু স্বাধীন কর্মজীবনে প্রতিষ্ঠিত হবার পরে। সেই সাথে নেশা হল ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ক্যামেরা কাঁধে বন্য প্রাণের টানে ঘুরে বেড়ানো। তাঁর কাছে কর্মজীবনের হাজার ব্যস্ততা ও মানসিক চাপের মাঝে লেখালেখিই হল মনের মুক্তির একমাত্র বাঁধনহারা পথ।