রঞ্জন সেন বাংলার বিভিন্ন সংবাদপত্রের নিয়মিত উত্তর সম্পাদকীয় লেখক। নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমষ্টির পতন- উত্থানের ভাষ্য রচনা করেন তিনি। কাজ করেছেন প্রিন্ট, রেডিয়ো, টিভি এবং ডিজিটাল মিডিয়ায়। মানুষ আর পরিবেশের সম্ভাবনা ও সর্বনাশের দিকে তাকানোর ঝোঁক আছে তাঁর। কলকাতা তাঁর ভালোবাসা।