Menu
team

প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র-র জন্ম ১৯০৪ সালের ৪ঠা সেপ্টেম্বর, বারাণসীতে। বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি ও গদ্যকার লিখেছেন প্রায় শ’ দেড়েক বই লিখেছেন। প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, কখনো মেঘ, জোনাকিরা, হরিণ-চিতল-চিল প্রভৃতি বহু কাব্যগ্রন্থও রচনা করেছেন। তাঁর ঘনাদা, মামাবাবু, পরাশর বর্মা, মেজোকর্তার মতো চরিত্রেরা বাংলা কিশোর সাহিত্যে আজও জনপ্রিয়। তাঁর ছোটগল্প এবং উপন্যাসগুলি বাংলা সাহিত্যকে দিয়েছে বহুমূল্য রসদ। সাগর থেকে ফেরা গ্রন্থের জন্য ১৯৫৭ ও ১৯৫৮-তে পেয়েছেন যথাক্রমে সাহিত্য অকাদেমি ও রবীন্দ্র পুরস্কার। প্রেমেন্দ্র মিত্র মারা যান ১৯৮৮ সালের ৩ মে।

প্রেমেন্দ্র মিত্র-এর বইগুলি