Menu
team

প্রসূন বন্দোপাধ্যায়

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫৬ সালে। লেখালেখি শুরু গত শতাব্দীর সাতের দশকে। স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। পড়া ও পড়ানোর বিষয় ইংরাজি হলেও দর্শন শাস্ত্রে তাঁর পাণ্ডিত্য অগাধ। প্রথম কাব্যগ্রন্থ বালি ও তরমুজ (১৯৮৩)। উত্তর কোলকাতার কবিতা কবির সর্বাধিক লোকপ্রিয় এবং আলোচিত কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি রচনা করেছেন ভাষাদার্শনিক সন্দর্ভ ভাষাত্মদর্শন। ফুটবল বিশেষজ্ঞ হিসেবেও তাঁর খ্যাতি উভয় বঙ্গে। একদা তাঁর রচিত ফুটবল বিষয়ক গ্রন্থটি ক্রীড়াপ্রেমী মহলে বেদজ্ঞানে সমাদৃত হয়েছে। কবিতার জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত 'বিভা চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার' এবং ‘মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পুরস্কার'।

প্রসূন বন্দোপাধ্যায়-এর বইগুলি