Menu
team

প্রদীপকুমার পাল

প্রদীপকুমার পাল (জন্ম ১৯৬৩)-র এটি দ্বিতীয় বই। এর আগে তিনি উপন্যাস লিখেছেন, 'ভায়া জিরানিয়া' তার নাম। প্রথম যৌবনে যুক্ত ছিলেন সাহিত্য-রাজনীতির ছোট পত্রিকা প্রতিস্রোত-এর সঙ্গে। সে পত্রিকার বেশ কয়েকটি সংখ্যার প্রধান সম্পাদকের কাজও করেছেন কয়েকটি সংখ্যার। বিভিন্ন সাময়িকী ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কিছু লেখা। উদ্যোগী চেতনাবশত, পারিবারিক ব্যবসায়ের থেকে বেরিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন নিজের শিল্প প্রতিষ্ঠান। তিনি সেই বিরল প্রজাতির মানুষ, যিনি নিজের ব্যবসায়ী পরিচয়কে সাংস্কৃতিক পরিচয় দিয়ে অপ্রকাশ্য রাখতে চান না, ব্যবসায়ী হিসেবে অহংকৃত বোধ করে থাকেন। কাকতালীয়, আসামের বাসিন্দা এই বাংলা ভাষা-সংস্কৃতি চর্চাকারীর জন্মদিন, ২১ ফেব্রুয়ারি।

প্রদীপকুমার পাল-এর বইগুলি