Menu
team

ইন্দিরা মুখোপাধ্যায়

জৈব রসায়নের কৃতি ছাত্রী ইন্দিরা মুখোপাধ্যায়ের সাহিত্যের সব শাখায় সমান বিচরণ। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, রম্যরচনা, প্রবন্ধর পাশাপাশি রান্নাবান্না এবং লোকসংস্কৃতি নিয়ে ফিচারও খুব সমাদৃত। প্রথম ছোটগল্প প্রকাশিত দেশ পত্রিকায়। সানন্দা পুজোয় প্রকাশিত প্রথম উপন্যাস 'কলাবতী কথা'। বিভিন্ন প্রকাশনা থেকে এযাবৎ প্রকাশিত নানা স্বাদের বেশ কয়েকটি বই বহুল প্রশংসিত। বিশেষ শখ ঘুরে বেড়ানো, রান্নাবান্না এবং গান।

ইন্দিরা মুখোপাধ্যায়-এর বইগুলি