কলকাতার সংস্কৃতি ও তার ইতিহাসচর্চা লেখকের অতি প্রিয় বিষয়। পুরনো কলকাতা সহ নানা বিষয়ে অসংখ্য প্রবন্ধ লিখে তিনি বিদ্বৎসমাজে স্বপ্রতিষ্ঠিত। তাঁর রচিত ও সম্পাদিত অনেক বইয়ের মধ্যে 'সেকালের সংবাদপত্রে কলকাতা' গ্রন্থ প্রসঙ্গে ঐতিহাসিক অধ্যাপক নিশীথরঞ্জন রায় লিখেছিলেন- "হরিপদ ভৌমিক গবেষণামূলক তথ্যভিত্তিক বহু প্রবন্ধ রচনা করেছেন। গভীর নিষ্ঠা নিয়ে উপাদান সংগ্রহের উদ্দেশ্যে যে বিপুল শ্রম ও অধ্যবসায়সাধ্য কর্মসূচি গ্রহণ করলেন তার ফলে গবেষণার মান উন্নীত হবে। গবেষণার দিগন্ত উজ্জ্বলতর হবে।" উল্লেখযোগ্য গ্রন্থ: 'কলির শহর কলকাতা', 'রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার', 'নতুন তথ্যের আলোকে কলকাতা', 'পানের কথা, প্রাণের কথা' প্রভৃতি