Menu
team

গৌতম বসুমল্লিক

গৌতম বসুমল্লিকের জন্ম ১৯৬৪ সালে, কলকাতায়। আজন্ম কলকাতাবাসী এই সাংবাদিক কর্মসূত্রে যুক্ত ছিলেন দুই স্বনামধন্য সংবাদপত্রের সঙ্গে। খবরের কাগজ থেকে অবসরের পর যুক্ত আছেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সঙ্গে। চর্চা করেন আঞ্চলিক ইতিহাস নিয়েও। মূলত কলকাতার ইতিহাস নিয়ে কাজ করলেও, এখনও বাংলার বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান ইতিহাস, স্থাপত্য বিষয়ক তথ্য সংগ্রহের জন্য। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’-এ আমন্ত্রিত অতিথি শিক্ষক হিসেবে পড়াচ্ছেন দীর্ঘকাল। বিভিন্ন সময়ে ‘আনন্দবাজার পত্রিকা’, ‘এই সময় সংবাদপত্র’, ‘দৈনিক স্টেট্সম্যান’ ‘দেশ’, ‘কৌশিকী’, ‘উদ্বোধন’ ‘নন্দন’ প্রভৃতি মুদ্রিত সংবাদ ও সাময়িকপত্রে এবং আধুনিক সময়কালের ‘এই সময় ডিজিটাল’, বাংলা লাইভ ডট কম প্রভৃতি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে লিখেছেন অর্ধ-সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ। হেরিটেজ অ্যাডভাইসর হিসেবে কাজ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় প্রযোজিত গঙ্গার ঘাট নিয়ে করা এক তথ্যচিত্রে। প্রকাশিত গ্রন্থ ‘কলকাতার পারিবারিক দুর্গাপুজো’ ও ‘ক্যালকাটা থেকে কলকাতা’। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা ও লেখালিখির জন্য ‘রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ ওয়েস্ট’ থেকে ‘ভোকেশনাল এওয়ার্ড’, ‘সুতানুটি পরিষদ’ থেকে ‘সুতানুটি সম্মান’, ‘পুরনো কলকাতার গল্প সোসাইটি’ থেকে ‘ঐতিহ্য-সম্মান’-সহ পেয়েছেন আরও অনেক সম্মান ও পুরস্কার।

গৌতম বসুমল্লিক-এর বইগুলি