Menu
team

বিমল কর

বিশ শতকের অন্যতম সাহিত্যিক বিমল করের জন্ম ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর। ছোটবেলা কাটে জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায়। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন। তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে তাঁর কর্মজীবনের শুরু। তাঁর রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ শুরু করেন। সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকাতেও কাজ করেছিলেন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয়। সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন। এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়া ছোটদের জন্য তৈরী করেছিলেন অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা চরিত্রটি। বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনি দুবার আনন্দ পুরস্কারও পেয়েছিলেন।বিমল কর ৮২ বছর বয়েসে ২০০৩ সালে মারা যান।

বিমল কর-এর বইগুলি