‘সুন্দরবনে সাত বৎসর’ বইটির কাহিনিভিত্তির স্রষ্টা ও কাহিনি-অভিপ্রায়ের নির্দেশনা দানকারী কিশোর পত্রিকা ‘সখা ও সাথী’-র সম্পাদক ভুবনমোহন রায়। ভুবনমোহন রায় সখা ও সাথী পত্রিকায় ১৮৯৫ সালে এই কাহিনিটি ধারাবাহিকভাবে প্রকাশ করতে শুরু করেছিলেন। পাঁচ কিস্তির পর পত্রিকাটির অন্য সংখ্যা প্রকাশিত হলেও লেখাটি রয়ে গিয়েছিল অসম্পূর্ণ। পত্রিকাটি দীর্ঘজীবী হতে পারেনি বলে এই রচনাটি একটি সম্ভাবনাময় রচনা হিসেবেই দীর্ঘকাল পড়ে ছিল।