Menu
team

অয়ন চক্রবর্তী

অয়ন চক্রবর্তী-র জন্ম ১২ জুলাই ১৯৭৩, কলকাতায়। প্রথাগত শিক্ষা হিন্দু স্কুল, জয়পুরিয়া কলেজ। উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালীন মিডিয়ায় হাতেখড়ি। বহুবিচিত্র কর্মজীবনে এমনকি টালা ব্রিজের উপর দাঁড়িয়ে কোন কোম্পানির কত গাড়ি যেত, তার হিসাব রাখার দায়িত্বও সামলেছেন। কাজ করেছেন দূরদর্শনের টেলি-ম্যাগাজিন 'দর্পণ' আর 'চিত্রা'-য়। পরবর্তীতে এপিটিএন, ই-টিভি, আকাশ বাংলা- র পাশাপাশি সানডে অবজারভারের কলকাতা করেস্পন্ডেন্টের দায়িত্বও সামলেছেন। জি টিভি-র 'ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড' অনুষ্ঠানের কলকাতা করেস্পন্ডেন্ট-এর কাজও করেছেন। স্বাধীনভাবে চিত্র পরিচালনার জন্য ২০১৩ সালে চাকরি ছাড়েন অয়ন। ২০১৬- মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম ‘ষড়রিপু'। ২০১৭-য় এই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ২০২০-তে মুক্তি পেয়েছে অয়নের ওয়েবসিরিজ 'জাজমেন্ট ডে', ২০২১-এ ‘ষড়রিপু ২’, 2023-এ 'নিখোঁজ'। অয়নের প্রথম কবিতাবই 'মায়া' প্রকাশিত হয় ১৯৯৯ সালে। ২০১৬-তে প্রকাশ পেয়েছে 'বিষণ্ণ রূপকথা'; ২০২২-এ 'নক্ষত্ররাতের গান'।

অয়ন চক্রবর্তী-এর বইগুলি