Menu
team

আল্পনা সেনগুপ্ত

আল্পনা সেনগুপ্ত ওরফে বাবলির জন্ম উত্তরবঙ্গের পাহাড় তলির চা বাগানে- বড় হয়ে ওঠা শিলিগুড়ি শহরে পারিবারিক হিতৈষীদের সান্নিধ্যে। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই বিবাহ সূত্রে বিহারের এক শহরে। জীবনের নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে খুব সুন্দর করে সংসার করার বাসনায় রান্নার চর্চা। নানান ধরনের রকমারি রান্নার প্রবল ইচ্ছে ও পরবর্তীতে তাঁর সবেধন নীলমণি আদরের পুত্রবধূর আবদারে আজকের এই ফসল-বাবলির হেঁশেল।

আল্পনা সেনগুপ্ত-এর বইগুলি