অজিত দাস (১৯২৭-২০১১) ক্ষেত্রসমীক্ষার এই গ্রন্থ, জাতবৈষ্ণব কথা ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন বিস্তর। তাঁর জন্ম অধুনা বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার মেহেরপুরে। পরবর্তী বাসস্থান কৃষ্ণনগরে। শিক্ষকতা করতেন এখানেই। সেই কৃষ্ণনগর আর নদিয়া জেলার আশপাশ জুড়ে ঘুরে বেড়িয়েছেন তিনি, এই বইয়ের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য, যেগুলি সংখ্যামাত্র নয়, যা জীবন-আচার-বিশ্বাস-যাপনের কথা। বাস্তবত, এ বইয়ে কোনো স্পষ্ট বার্তা দিতে চাননি অজিত দাস, চেয়েছেন কেবল তুলে ধরতে, মেলে ধরতে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ সামুদ্রিক (১৯৫৫)। প্রথম উপন্যাস ভাগফল (১৯৫৬)। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে— আত্মপ্রতিকৃতি, ওরা আজও উদ্বাস্তু, ত্রৌঞ্চ নিষাদ, ইত্যাদি। কেতাব-ই যে ক্ষণে তাঁর বই প্রকাশ করছে, তখন অজিত দাস-এর বিভিন্ন অপ্রকাশিত লেখা প্রকাশিত হচ্ছে দীর্ঘায়ু কালধ্বনি পত্রিকায়।